[ad_1]
ফুটবল বুট খুলে ক্রিকেট স্পাইক পরে মাঠে নামবেন লিওনেল মেসি। অদ্ভুত মনে হলেও, এমনটা ঘটতে পারে আগামী ডিসেম্বরে। ফুটবলের মহাতারকাকে দেখা যেতে পারে ক্রিকেট ম্যাচে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা যেতে পারে এক ব্যতিক্রমী দৃশ্য—মেসি বনাম মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলি!
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আগামী শীতে সাতজনের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটির জন্য শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো কিংবদন্তিরাও মাঠে নামতে পারেন বলে জানা গেছে। একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এরই মধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) অনুরোধ করেছে যাতে তারা ১৪ ডিসেম্বরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামটি বরাদ্দ রাখে। জানা গেছে, ওই দিনই একটি প্রোমোশনাল সফরে মুম্বাই সফরে আসার কথা মেসির।
একজন এমসিএ কর্মকর্তা ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বলেন, ‘মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে থাকবেন। তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকেরা পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে।’
মেসির এই ভারত সফর হতে পার—১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সফরের অংশ হিসেবে তিনি নয়াদিল্লি ও কলকাতাও যেতে পারেন। এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর, ১৪ বছর পর। এর আগে ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন তিনি।
এর আগে আর্জেন্টিনা জাতীয় দল (মেসিসহ) অক্টোবর মাসে ভারতের কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে প্রতিবেদন হয়েছিল। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ভারতের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি সমঝোতায় পৌঁছেছিলও। তবে জানা গেছে, সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]