[ad_1]
নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে নিজ বাড়িতে পালিয়ে থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে বহিষ্কার হয়েছেন তাঁতী দলের সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। বহিষ্কার হওয়া মোহাম্মদ সৈকত হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দলের সভাপতি।
এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে আটক হন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন। সৈকত ও আলাউদ্দিন বেদন সম্পর্কে শালা-দুলা ভাই।
আটক আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
হাতিয়া থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজির বাড়ি থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। এ সময় তাঁর কাছে ১০টি ককটেল পাওয়া যায়। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়িতে পালিয়ে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল বলেন, সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এই কাজে জড়িত থাকার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]