[ad_1]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি সমর্থক রুহুল আমিনের সহযোগীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবলু নামের এক যুবক গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি সমর্থক রুহুল আমিন বলেন, ‘শাহ আলম মানিক জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবলু নামের এক লোকের ওপর হামলা করেছিল। নিরীহ লোকটাকে আজকে বিকেলে পিস্তল দিয়ে মারধর করে রক্তাক্ত করায় আমরা তার কাছে বিষয়টি জানতে গিয়েছিলাম। তবে আমরা যাওয়ার খবর পেয়ে মানিক পালিয়ে যায়। আমি কারও ওপর হামলা চালাইনি। মানিক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতির লোক, সে আমাকে ফাঁসাতে এই কাহিনি করছে।’
জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শাহ আলম মানিক বলেন, ‘আমি আমার বাড়ির সামনে বসে থাকা অবস্থায় রুহুল আমিন তার ৫০-৬০ জন সহযোগী নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে, আমি নিশ্চিত নই। আর আমি লোকমুখে শুনেছি, রুহুলের লোকজন গুলিবর্ষণ করেছে। তবে এটি আমি নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আমার কাছে হামলার সিসিটিভি ফুটেজ রয়েছে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘মারামারির ঘটনার পর আমি টিম পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’ গুলিবর্ষণ হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করতে আসেনি।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]