[ad_1]
রানআউট হওয়ার আগে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২১: ৪১
আউট হয়ে মাঠ ছাড়ছেন শুবমান গিল। ছবি: এএফপি
নানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সে সব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভাস্কারের ৪৬ বছর আগের একটি রেকর্ড।
সেই রেকর্ডটি কী? ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। ১৯৭৮-৭৯ ক্রিকেট মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের সিরিজে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। সেটিই এত দিন ছিল এক সিরিজে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ। আজ তাঁকে পেছনে ফেললেন গিল। ১১ রান করেই তিনি ছাড়িয়ে যান গাভাস্কারকে।
অধিনায়ক গিল রেকর্ড গড়লেও ওভাল টেস্টে ভারতের শুরুটা খুব ভালো হয়নি। টসে হেরে যাওয়ায় ব্যাটিং নিতে হয়েছে। প্রথম ইনিংসের শুরুতেই ভারত হারিয়েছে যশস্বী জয়সওয়ালকে। দিনের চতুর্থ ওভারেই গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ভারতীয় এই ওপেনার। তখন তাঁর রান ২, ভারতে ১০। শুরুর এই ধাক্কা সামলে ওঠার দলীয় ৩৮ রানে ফিরে যান আরেক ওপেনার লোকেশ রাহুল। ব্যক্তিগত ১৪ রানে তাঁকে ফিরিয়েছেন ক্রিস ওকস।
এরপরই আউট হন গিল। অ্যাটকিনসনের বল খেলেই রান নিতে গিয়েছিলেন। বল সোজা বোলারের কাছে যাওয়ায় ক্রিজে ফিরে আসার আর সময় হয়নি। সরাসরি থ্রোয়ে গিল হয়ে যান রানআউট। ৩৫ বলে খেলা গিলের ২১ রানের ইনিংসটিতে আছে ৪টি চার। এ প্রতিবেদন লেখার সময় চা বিরতি চলছিল। ২৯ ওভারে ৩ উইকেটে ৮৫ রান তুলেছে ভারত।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]