[ad_1]
হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আগুন লাগায় জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এর পরপরই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারে কোনো ত্রুটি থেকেই আগুন সূত্রপাত হয়েছে। তবে তা নিশ্চিত করতে পারেনি বিদ্যুৎ বিভাগ।
অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জ সদরসহ আশপাশের একাধিক উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রের প্রকৌশলী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। তবে কখন স্বাভাবিক হবে, তা বলতে পরছেন না এই প্রকৌশলী।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]