[ad_1]
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আর বোর্ড তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ৪ মে মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল পরিচালনা পর্ষদ, যা আগামী ৪ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল।
২০২৩ সালের ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। এই নিয়োগের আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পদত্যাগের পর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]