[ad_1]
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। কিন্তু তাঁর শিক্ষাগত সনদ নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। পাশাপাশি তিনি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামিও।
জানতে গিয়ে দেখা গেছে, সভাপতি হতে তিনি সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগ থেকে ২০০৩ সালে স্নাতক পাসের সনদ জমা দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এমন নামে কখনো কোনো বিভাগ ছিল না।
সাউদার্ন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’’ নামে কোনো বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না, এখনো নেই। কেউ এই নামে সনদ ব্যবহার করলে তা নিশ্চিতভাবে জাল।’
তথ্যমতে, গত ২৪ মার্চ চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে কমিটির সদস্যসচিব। অন্য দুই সদস্য শিক্ষক প্রতিনিধি আলিম উদ্দিন ও অভিভাবক প্রতিনিধি মো. ইউছুপ মিয়া চৌধুরী।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘জাল সনদ বা ফৌজদারি মামলার বিষয়টি আমাদের জানার সুযোগ থাকে না। তবে অভিযোগের সত্যতা পেলে নিয়োগ বাতিল করা হবে।’
শিক্ষা বোর্ড সূত্র জানায়, সভাপতি হতে মোহাম্মদ আলী আবেদন করার পর তাঁর শিক্ষাগত সনদ যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হয়। পরে সেটি শিক্ষা বোর্ডে পৌঁছে।
মাদক মামলার বিষয়েও রয়েছে গুরুতর অভিযোগ। চট্টগ্রাম আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ অক্টোবর বোয়ালখালী থেকে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় মোহাম্মদ আলী চার্জশিটভুক্ত আসামি। ২০২২ সালের ২২ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হন। মামলাটি এখনো বিচারাধীন।
এ বিষয়ে মোহাম্মদ আলী বলেন, ‘সনদের ছবিটা পুরোনো ফাইল ঘেঁটে দিয়ে দিয়েছি। মামলাগুলোও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে একটি নয়, ১৭টি মামলা আছে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবীর চৌধুরী বলেন, ‘বিদ্যালয় কমিটির সভাপতির সনদ যদি জাল হয়, তা হলে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিবেশ নিয়ে আমরা কী আশা করতে পারি? আর একজন মাদক মামলার আসামি শিক্ষার্থীদের সামনে কী বার্তা দেবে?’
গত বছরের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি হতে হলে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। মোহাম্মদ আলী আবেদনপত্রে দাখিল, আলিম ও স্নাতক সনদ জমা দেন। সেখানে তিনি সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগ থেকে স্নাতক পাস করার কথা উল্লেখ করেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]