[ad_1]
বরিশালে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২১: ০৮
প্রতীকী ছবি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে যুবক সুজন বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।
এ সময় তাঁকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা সুজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর জানান, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ভেবার গ্রামের রণজিৎ বৈরাগীর ছেলে সুজন বৈরাগী পার্শ্ববর্তী এক তরুণীকে ধর্ষণ করেন। ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলার সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে সুজনকে এই দণ্ড দেন বিচারক।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]