[ad_1]
ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করেন, তাঁরা মুনাফেকি না করে স্পষ্টভাবে সত্য কথা বলবেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আওয়ামী লীগ সরকারের পতন ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের পাঁচ রাস্তার মোড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
হাসান মাহমুদ টুকু বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের স্বাধীনতা মেনে নিয়েই করতে হবে। পাকিস্তানের সঙ্গে শুধু ভুল-বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়েছে—এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের শোষণ করেছে, শাসন করেছে। সেই শোষণের বিরুদ্ধেই এ দেশের মানুষ যুদ্ধ করেছে। এ যুদ্ধই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। ইতিহাস বিকৃত করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে বিভ্রান্তি ছড়ানো চলবে না। একটি দেশ একবারই স্বাধীন হয়।’
বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ‘যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করেন, তাঁরা যেন আল্লাহর নাম নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য না দেন। মুনাফেকি না করে স্পষ্টভাবে সত্য কথা বলুন। কিছুদিন আগে মোটা টাকা খরচ করে একটি বই প্রকাশ করা হয়েছে, যার মলাটে লেখা হয়েছে “বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা”। তার মানে কি আপনারা বাংলাদেশের প্রথম স্বাধীনতায় ছিলেন না?’
তিনি বলেন, ‘আমি টুকু পরিষ্কার করে বলতে চাই, একটা দেশে স্বাধীনতা একবার হয়। যে স্বাধীনতাযুদ্ধ আমাদের মানচিত্র দিয়েছে, যে স্বাধীনতা আমাদের পতাকা দিয়েছে, যে স্বাধীনতাযুদ্ধ আমাদের শাসনতন্ত্র দিয়েছে। সেই স্বাধীনতা একবারই হয়েছে। আর জুলাই যে গণ-অভ্যুত্থান হয়েছে। সেই গণতন্ত্র নতুন করে পাওয়া গেছে। বাংলাদেশে যে রাক্ষুসে ছিল, সেই রাক্ষুস মুক্ত করা হয়েছে। যে রাক্ষুসের যেখানে জন্ম সেখানে পাঠানো হয়েছে। সুতরাং, আপনারা মুক্তিযুদ্ধের সঙ্গে গোলাবেন না। দয়া করে স্বাধীনতার সঙ্গে মিলাবেন না।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।
উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক নুর কায়েম, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মির্জা মোস্তফা জামান, যুবদলের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্যসচিব মিলন হক রঞ্জু, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]