শিরোনাম

কুমিল্লা-১১ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদ বিএনপির

কুমিল্লা-১১ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদ বিএনপির

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রস্তাব অনুযায়ী, চৌদ্দগ্রাম উপজেলার সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করা হয়েছে।

বর্তমানে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে চার লক্ষাধিক ভোটারের বিশাল চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণকে সংযুক্ত করায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

গতকাল বুধবার রাতে তাৎক্ষণিকভাবে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক জি এম তাহের পলাশী। দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রস্তাবিত খসড়ায় সংসদীয় আসনের তালিকায় চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণকে সংযুক্ত করায় পুরো চৌদ্দগ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুমিল্লা-১১ সংসদীয় আসন আগের মতো চৌদ্দগ্রাম উপজেলা নিয়েই বহাল রাখতে হবে। তা না হলে বিএনপির নেতৃত্বে চৌদ্দগ্রামের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মজুমদার, গাজী শহিদুর রহমান, আক্তার হোসেন, আমিনুল ইসলাম ছুট্টু, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক ব্যাপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. অনিক প্রমুখ।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানান, দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের একটি খসড়া অনুমোদন করা হয়েছে। এ খসড়ার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা আবেদন করতে পারবেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button