[ad_1]
যুক্তরাষ্ট্র থেকে এসেই জিনাতের বাজিমাত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৯: ১০
জাতীয় বক্সিংয়ে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে নতুন চ্যাম্পিয়ন জিনাত ফেরদৌস। ছবি: সংগৃহীত
জাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষ দিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
তিন রাউন্ডের কোনোটিতেই জিনাতের কাছে পাত্তা পাননি আফরা। বেশিরভাগ সময় চেষ্টা করেছেন ঘুষি থেকে নিজেকে বাঁচাতে। কিন্তু কোনো লাভ হয়নি। ৫ জন বিচারকের প্রত্যেকেই নম্বর দিয়েছেন জিনাতকে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জিনাত, ‘কতজন মানুষ এখানে আসছে আমাদের সাপোর্ট দিচ্ছি খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো আমাদের দেশের মাটিতে খেলে সেরা হয়েছি আমি সত্যিই খুব আনন্দিত।’
আফরার অবশ্য আক্ষেপ সুযোগ সুবিধা নিয়ে, ‘সে বিদেশের মাটিতে যে প্র্যাকটিস সুবিধা পায়, তা আমাদের চেয়ে অনেক ভালো। আমরাও যদি ওইরকম ভালো ফ্যাসিলিটিজ পাই, তাহলে আমরাও ভালো করব।’ বোনের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা। রিংয়ে বোনের ফাইনাল দেখার পর বললেন, ‘উনার সঙ্গে যে তিন রাউন্ড খেলছে এটাই আমার ভালো লাগছে। বোন যখন মার খাচ্ছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বোন ভালো খেলে হেরেছে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]