[ad_1]
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মোহাম্মদ এসকান্দর চট্টগ্রামের রাউজান পৌরসভার শাহনগর গ্রামের বাসিন্দা। আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম জানান, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ কারণে আসামিকে সর্বোচ্চ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৩ সালে এসকান্দরের সঙ্গে হাটহাজারী উপজেলার ছিপাতলীর মিনু আক্তারের বিয়ে হয়। পরে দুবাই যান এসকান্দর। চার বছর পর দুবাই থেকে ফিরে আসেন তিনি। এর পর থেকে তাঁদের সংসারে অশান্তি শুরু হয়।
এসকান্দর বারবার যৌতুকের টাকার জন্য মিনুকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে মিনুকে শারীরিক নির্যাতনও শুরু করেন। ২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য স্ত্রী মিনু আক্তারের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে খুন করেন এসকান্দর।
এ ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক দোলন বিশ্বাস ২০১৯ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।
২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম বলেন, ঘটনার পর এসকান্দর পালিয়ে বিদেশে চলে যান। রায় ঘোষণার পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]