[ad_1]
বাগেরহাট-৩ আসনে থাকা মোংলা ও রামপালকে ভেঙে পৃথক করা ও বাগেরহাট-৪ আসন বিলুপ্তের প্রস্তাবের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মোংলা পৌর বিএনপির আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির নেতা বাবুল হোসেন রনি, পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, নাসির তালুকদার, গোলাম নুর জনি, জসিম উদ্দিন, কাজী ফারুক, আব্দুল কাদের, আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের এমন প্রস্তাব মেনে নেবে না মোংলা-রামপালবাসী। তাঁরা বাগেরহাট-৪ আসন বহাল ও বাগেরহাট-৩ আসন না ভেঙে আগের মতো চান। অন্যথায় মোংলা বন্দরসহ শিল্পাঞ্চল অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এটি নির্বাচন কমিশনের ষড়যন্ত্র এবং এর উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত করা। বক্তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি তোলেন। তাঁরা জানান, দাবি আদায়ে শিগগির কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার নির্বাচন কমিশন বাগেরহাট-৩ আসন ভেঙে পুনর্বিন্যাস ও বাগেরহাট-৪ আসন বিলুপ্ত করে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির প্রস্তাব দেয়। এতে ওই দিন বিকেল থেকেই ক্ষোভে ফেটে পড়ে বাগেরহাটবাসী। এ নিয়ে রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]