[ad_1]
চাঁদপুরে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়া দৌলত মুল্লুক গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রীর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ঘটনার সময় তিনি পাশের মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে অধ্যয়নরত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করেন। পরে মেয়েটির পরিবারের লোকজন তাঁকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। এরপর ৯ অক্টোবর ভুক্তভোগী তাঁর চাচার কাছে ফোন করে জানান, বিশ্বনাথ তাঁকে অপহরণ করে তাঁর বাড়িতে আটকে রেখেছেন। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা ওই দিনই মতলব দক্ষিণ থানায় মামলা করেন।
থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন মামলাটি তদন্ত করে একই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় চারজনের সাক্ষ্য নেন আদালত। আজ আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।
মামলায় সরকারপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন আবদুল কাদের খান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. কামাল হোসেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]