[ad_1]
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও তিনজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তাঁরা হলেন তাসনুবা জাকির (৫৫), (১১) ও শ্রেয়া (৯)।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন আটজন।
যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গত তিন দিনে আর কারও মৃত্যু হয়নি বলে আজ বৃহস্পতিবার হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সকাল পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৩২ জন ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। তাঁরা পরে চিকিৎসার জন্য আবারও হাসপাতালে আসবেন। গতকাল বুধবার পর্যন্ত দুজন আইসিইউতে ছিলেন। তাঁদের মধ্যে একজনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। অন্যজন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নাভিদ নেওয়াজ। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। আহত হয় অনেকে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]