[ad_1]
‘ঈদ ডাবল খুশি অফার-সিজন ৩ ’-এর মেগা বিজয়ীদের কাছে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর করেছে যমুনা ইলেকট্রনিকস। এ অফারের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের ১৭ জন সৌভাগ্যবান বিজয়ী বিদেশ ভ্রমণের কুপন পেয়েছেন।
এই ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, দেশের যেকোনো যমুনা প্লাজা বা শো-রুম থেকে যমুনা ইলেকট্রনিকস পণ্য কেনাকাটা করলেই ক্রেতারা একটি তাৎক্ষণিক উপহার পান। সেই সঙ্গে, অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে ১৭ জন বিজয়ী নির্বাচিত হন, যাদের জন্য রয়েছে আকর্ষণীয় বিদেশ ভ্রমণ প্যাকেজ।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের সেলস ডিরেক্টর মো. ড. সাখাওয়াত হোসেন, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ, অপারেশন ম্যানেজার ইব্রাহিম হোসেনসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কুপন পেয়ে বিজয়ী ক্রেতারা এই সুযোগের জন্য যমুনা ইলেকট্রনিকসকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং তাদের অভিজ্ঞতা ও সন্তুষ্টির কথা তুলে ধরেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]