[ad_1]
সিঙ্গাপুরে বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশি সাঁতারু অ্যানি আক্তার। মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অবশ্য হিটে বাদ পড়েন তিনি। কিন্তু সাঁতার শেষ করেন ক্যারিয়ার-সেরা টাইমিং নিয়ে।
১০০ মিটার ফ্রিস্টাইলে অ্যানির আগের সেরা টাইমিং ছিল ১ মিনিট ১২.১০ সেকেন্ড। দুই বছর আগে কমনওয়েলথ যুব গেমসে এই টাইমিংয়ে জাতীয় রেকর্ড গড়েন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই নম্বর হিটে পুলে নেমে ১ মিনিট ৮.৪২ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি। তবে হিটে সব মিলিয়ে ৮২ সাঁতারুর মধ্যে তাঁর র্যাঙ্কিং ছিল ৭৭।
দক্ষিণ এশিয়ার সাঁতারুদের মধ্যে শ্রীলঙ্কার হিরুকি ৫৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে ৪৯তম স্থানে থাকেন। মালদ্বীপের আমনা মিরাসাদ ১ মিনিট ৪.০৪ সেকেন্ড সময় নিয়ে ৭২তম আর নেপালের সাঁতারু আর্য মহারজন ১ মিনিট ৫.৪৩ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন ৭৫তম।
৫০ মিটার ফ্রিস্টাইলে ২ আগস্ট ফের পুলে নামবেন অ্যানি। একই দিন ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেবেন সামিউল ইসলাম রাফি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]