[ad_1]
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার রাত ২টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাঁদের আটক করে আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভুয়া চিকিৎসকের নাম সজীব দাস পার্থ (২১)। তাঁর বাবার নাম রানেশ চন্দ্র দাস। তাঁর সহযোগীর নাম মানিক মিয়া (২২)। মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া। আর সজীব দাসের বাড়ি মৌলভীবাজার জেলার রাজানগর থানায় বলে জানিয়েছে তাঁরা।
রাতে সজীব দাস নামে ওই যুবক চিকিৎসকদের অ্যাপ্রন পড়ে আর তাঁর সঙ্গে থাকা অপর যুবক সিভিলে ২ নম্বর ভবনের নিচে রোগীদের সঙ্গে কথা বলছিল। তখন হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে হুইলচেয়ার থেকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করে। তখন ওই রোগী পড়ে যান। রোগীকে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক।
বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে আসলে তাঁরা ওই দুই যুবককে ধরে পরিচয় জানতে চান। তখন নিজেদের তাঁরা চিকিৎসক বলে পরিচয় দেন। তবে তাঁরা কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড দেখাতে পারেনি। তখন সন্দেহ হলে তাঁদের হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের আনসার সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছে। তাঁরা নিজেদের চিকিৎসক বলে দাবি করেছিল। বিস্তারিত তদন্তের জন্য তাঁদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]