[ad_1]
সপ্তাহজুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকের পানি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৬ ফুট উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। ফলে রাঙামাটির সিম্বল হিসেবে খ্যাত রাঙামাটি ঝুলন্ত সেতু ইতিমধ্যে ডুবে গেছে। এদিকে কাপ্তাই লেক-তীরবর্তী উপজেলা বরকল, লংগদু, বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চল ডুবে গেছে বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কাপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকের পানি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ দশমিক ৭৭ ফুট ওপরে। এর আগে গতকাল বুধবার (৩০ জুলাই) কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫৩ ফুট। তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যে গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট অতিক্রম করে। যে হারে বৃষ্টি হচ্ছে, মুহূর্তে লেকের পানি বাড়ছে। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট, যদি লেকের পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে আমরা লেক থেকে কর্ণফুলী নদীতে পানি নির্গমন করব। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা করে নোটিশ আকারে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে।’
এদিকে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]