[ad_1]
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ প্রকাশ করতে যাচ্ছে তাদের নিজস্ব প্রযোজনায় নির্মিত নতুন নাটক ‘ফাইভ গো ওয়াইল্ড’। পাঁচ বন্ধুর এক রাতের পার্টিকে কেন্দ্র করে লেখা হয়েছে নাটকের গল্প। অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহ প্রমুখ। ফাইভ গো ওয়াইল্ড নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবীর। রচনা করেছেন মো. শাহজাদা সাহেদ।
নাটকের গল্পে দেখা যাবে পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচোরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়। কিন্তু কীভাবে এসব হলো, কিছুই মনে করতে পারে না কেউ। প্রত্যেকের মাথায় আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সেই মুহূর্ত থেকে তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যায়, রহস্য যেন ততই ঘনীভূত হয়।
পরিচালক রাহাত কবির বলেন, ‘নাটকটি তৈরি হয়েছে কমেডি সাসপেন্স ঘরানায়। দর্শক নাটকটি দেখে যেমন মজা পাবেন, তেমনি অধীর হয়ে থাকবেন কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। প্রত্যেকে অভিনেতা তাঁদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রগুলো ফুটিয়ে তোলার। নির্মাতা হিসেবে আমি খুশি। আমার বিশ্বাস, নাটকটি এই সময়ের দর্শকদের মন জয় করে নেবে।’
ফাইভ গো ওয়াইল্ড নাটকটি প্রকাশিত হবে ২ আগস্ট শনিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]