[ad_1]
পর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জার্মান ক্রীড়াবিদ লাউরা ডালমেয়ার। সোমবার কারাকোরাম পর্বতমালার লায়লা পিক পর্বত আরোহণের সময় তিনি পাথরধসে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে তাঁর ব্যবস্থাপনা সংস্থা ও জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ডালমেয়ারের টিম জানায়, স্থানীয় সময় দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তাঁর সঙ্গে থাকা পর্বতারোহী মারিনা ইভা সংকেত পাঠানোর পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। তবে খারাপ আবহাওয়ার কারণে সোমবার সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধারকাজে অংশ নিতে পারেনি বলে জানিয়েছে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের সরকারি মুখপাত্র ফাইযুল্লাহ ফারাক।
পরদিন মঙ্গলবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং ডালমেয়ারের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। তবে ওই দুর্গম অঞ্চলের কারণে দ্রুত উদ্ধার সম্ভব হয়নি।
আজ বুধবার (৩০ জুলাই) ডালমেয়ারের ব্যবস্থাপনা টিম এক বিবৃতিতে জানিয়েছে, জীবনের শেষ সময়ে ডালমেয়ার অনুরোধ করেছিলেন, যেন তাঁর প্রাণ বাঁচাতে বা দেহ উদ্ধার করতে গিয়ে কেউ জীবন ঝুঁকিতে না ফেলেন। তাঁর পরিবার স্থানীয় উদ্ধারকর্মী ও পাহাড়ি বাসিন্দাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট থমাস ওয়েইকার্ট বলেছেন, ‘ডালমেয়ারের আকস্মিক মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তিনি ক্রীড়াঙ্গনে এবং ক্রীড়ার বাইরেও ছিলেন বহু মানুষের অনুপ্রেরণা। সব সময় তিনি স্বপ্নপূরণের লক্ষ্যে অটল ছিলেন।’
২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে ইতিহাস গড়েন ডালমেয়ার। তিনি প্রথম নারী বায়াথলেট হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট বিভাগে স্বর্ণপদক জয় করেন। এর আগের বছর একক বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড পাঁচটি স্বর্ণপদক জয় করেন তিনি। ২০১৯ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি পেশাদার ক্রীড়া জীবন থেকে অবসর নেন।
মৃত্যুর খবর জানিয়ে তাঁর ব্যবস্থাপনা সংস্থা লিখেছে, ‘উষ্ণ হৃদয় ও সরলতায় ভরা এক মানুষ ছিলেন ডালমেয়ার। তিনি আমাদের এবং বহু মানুষের জীবনে আনন্দ ও শক্তি এনেছেন। তাঁর স্মৃতি আমাদের প্রেরণা হয়ে থাকবে।’
ডালমেয়ারের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট থমাস ওয়েইকার্ট বলেন, ‘লাউরার কাহিনি শুধু পদক দিয়ে নয়, তাঁর প্রকৃতিপ্রেম, ক্রীড়ার প্রতি দায়বদ্ধতা ও সমাজসেবামূলক মনোভাব দিয়েও স্মরণীয় হয়ে থাকবে। তিনি আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। আমরা তাঁকে গভীরভাবে মিস করব।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]