[ad_1]
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়েও বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষিক্ষা মাহরীন চৌধুরী।
রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের প্রয়াত শিক্ষিকা রয়েল পার্ক বাসায় তাঁর পরিবারকে সমাবেদনা জানাতে গিয়ে বুধবার (৩০ জুলাই) দুপুরে তিনি এ কথা বলেছেন।
রুহুল কবীর রিজভী বলেন, ছাত্রছাত্রীরা সন্তানের চেয়েও বড়—তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী।’
তিনি বলেন, ‘এটি মৃত্যুই নয় শুধু, এটি একটি আদর্শিক আত্মত্যাগ। তিনি নিভৃতে দায়িত্ব পালন করে গেছেন। এতটাই নিঃস্বার্থভাবে যে, আজ তার জন্য জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।’
রিজভী বলেন, ‘স্বার্থপর হলে তিনি ফিরে আসতে পারতেন। কিন্তু ছাত্রদের রক্ষায় তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এমন মানুষদের কারণেই পৃথিবী এখনও মানবিকতার আলোয় আলোকিত।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজ দেহের ৯০% পুড়ে গিয়ে শিক্ষিকা মাহরীন মৃত্যুবরণ করেন। আল্লাহ যেন প্রতিটি ঘরে এমন আদর্শবান মানুষ তৈরি করেন।’
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]