[ad_1]
দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় তাঁদের বিরুদ্ধে মামলা করে উভয়কে আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান সরকার আজকের পত্রিকাকে এসব কথা নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিরল উপজেলার বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেব শর্মার ছেলে মানিক (২২) এবং একই উপজেলার রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের সুনিলের মেয়ে গোলাপি (২০)।
এর আগে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার সংকোবাণী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি।
বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের সংকোবাণী সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি টহল দল দুজনকে আটক করে। আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই করে বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়া যায়। তাঁদের বিরল থানায় হস্তান্তর করে বিজিবি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]