[ad_1]
শেরপুরের নকলায় দলীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে নকলা পৌর শহরের কামারপট্টি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ছফির উদ্দিন (৫৭), চন্দ্রকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক আজিম (৪৬) এবং গণপদ্দী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাইফুল ইসলাম সরকার লিটন (৪৮)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নকলা পৌর শহরের কামারপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আজ বুধবার (৩০ জুলাই) নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]