[ad_1]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলাধুলার সময় অটোরিকশার ধাক্কায় মারজিয়া নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি মাইজপাড়ার ফয়েজ মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শেরপুরের মামুন হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাইজপাড়া এলাকার সড়কের পাশে মারজিয়া খেলাধুলা করছিল। এ সময় ওই পথ দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। তখন শিশুটি সড়কে উঠে দৌড় দিলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলু আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাটি যাওয়ার পথে বাচ্চাটি দৌড় দিলে চালক আর নিয়ন্ত্রণ করতে পারেননি। ধাক্কা লেগে শিশুটি মারা যায়। এ সময় অটোচালক পড়ে গিয়ে নিজেও আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]