[ad_1]
একাধিক হত্যা মামলার অভিযোগে কারাগারে থাকা সাংবাদিক মুন্নী সাহাকে এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল ৯টায় মুন্নী সাহাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় নিয়ে আসা হয়। এরপর বেলা ১২টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী চক্রের হয়ে মধ্যস্থতা করার অভিযোগে আলোচনায় আসেন সাংবাদিক মুন্নী সাহা। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধানে নামে এবং পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
দুদক সূত্র জানায়, মুন্নী সাহার বিরুদ্ধে প্রাথমিকভাবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেন ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছে এসব অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে যেসব আর্থিক অনিয়মের তথ্য এসেছে, সেগুলো যাচাই-বাছাই করতে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু এখনই বলা যাচ্ছে না।
দেশের একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক ছিলেন মুন্নী সাহা। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের তদন্তে নেমেই তাঁকে আইনের আওতায় আনা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
তদন্ত চলমান থাকায় ভবিষ্যতেও তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দুদক।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]