[ad_1]
রাজবাড়ীর পাংশায় বাবু খান নামের এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডিত ব্যক্তিরা হলেন, শরিয়তপুর জেলার খোরশেদ সরদার ও পটুয়াখালী জেলার শাজাহান সরদার।
মামলার নথি থেকে জানা যায়, ডলার ব্যবসার সূত্র ধরে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরিয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন খেতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরদিন সকালে পাংশা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, ‘আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় প্রদান করেন। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]