[ad_1]
সিরাজগঞ্জ শহরের রামগাতী মহল্লায় আব্দুর রহিম নামের এক ব্যক্তির বাড়িতে হামলা, লুটপাট ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সাবেক দুই সংসদ সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান মামলা তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে সদর আসনের তৎকালীন দুই সংসদ সদস্যের উপস্থিতিতে আব্দুর রহিমের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ভাঙচুর, মালামাল লুট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে। পরে আব্দুর রহিমকে মারধর করে পুলিশে দেওয়া হয় এবং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এজাহারে আরও বলা হয়, রাজনৈতিক চাপে সে সময় মামলা করা সম্ভব হয়নি।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও হাবিবে মিল্লাত মুন্না, পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সয়দাবাদ ও শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীদুল ইসলাম ও সেলিম রেজা প্রমুখ।
আসামি সিরাজগঞ্জ (কামারখন্দ-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী অন্য মামলায় কারাগারে রয়েছেন। অপর সাবেক সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত মুন্না দেশের বাইরে রয়েছেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]