[ad_1]
লুকা মদরিচ রিয়াল মাদ্রিদের জার্সি ছাড়ার পরই কে পরবেন ১০ নম্বর জার্সি—এই প্রশ্নটা ছিল অনেকেরই। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো গত রাতে। রিয়ালের ১০ নম্বর জার্সি এবার পরবেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
রিয়াল গত রাতে নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমবাপ্পের ১০ নম্বর জার্সি পরার বিষয়টি নিশ্চিত করেছে। ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা ১০ নম্বর জার্সিতে ফরাসি ফরোয়ার্ডের নামাঙ্কিত ছবিটি পোস্ট করেছে স্প্যানিশ ক্লাবটি। এমবাপ্পেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন নতুন জার্সি নিয়ে। ফরাসি তারকার পোস্ট করা ছবিতে দেখা গেছে, রিয়ালের ১০ নম্বর জার্সি পরে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন তিনি। এমবাপ্পের এই পোস্টে আগুনের ইমোজি দিয়েছেন মদরিচ। রিয়ালের ১০ নম্বর জার্সি গায়ে মাঠে এমবাপ্পে আগুনের মতোই অপ্রতিরোধ্য হয়ে উঠবেন বলে হয়তো মনে করছেন মদরিচ। সাত মৌসুম ধরে রিয়ালের এই জার্সি (১০ নম্বর) পরেছিলেন মদরিচ। এবারের ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল ছেড়ে ক্রোয়াট কিংবদন্তি চলে যান এসি মিলানে।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত বছর রিয়ালে আসেন এমবাপ্পে। ২০২৪-২৫ মৌসুমে তিনি পরেছিলেন ৯ নম্বর জার্সি। যদিও স্প্যানিশ ক্লাবটির হয়ে উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ—এই দুই শিরোপা ছাড়া প্রথম মৌসুমে আর কোনো শিরোপা জিততে পারেননি তিনি। সবশেষ মৌসুমে রিয়ালের জার্সিতে ৫৯ ম্যাচে ৪৪ গোলের পাশাপাশি ৫ গোলে অ্যাসিস্ট করেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড ৯ নম্বর জার্সি ছেড়ে দেওয়ায় এখন সেটা ফাঁকা হয়ে গেল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, গঞ্জালো গার্সিয়া, এনদ্রিক— রিয়ালের ৯ নম্বর জার্সির প্রতিদ্বন্দ্বী এখন এই তিন ফুটবলার।
ফ্রান্স জাতীয় দলের ১০ নম্বর জার্সিটিও অনেক বছর ধরে পরছেন এমবাপ্পে। পিএসজিতে ফরাসি এই ফরোয়ার্ড পরতেন ৭ নম্বর জার্সি। প্যারিসিয়ানদের হয়ে ছয়বার লিগ ওয়ান, চারবার জিতেছেন ফ্রেঞ্চ কাপের শিরোপা, ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন তিন বার। আর রিয়ালের ১০ নম্বর জার্সি ক্লাবটির অনেক কিংবদন্তি ফুটবলার গায়ে জড়িয়েছেন। ফেরেঙ্ক পুসকাস, মাইকেল লাউড্রপ, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ, মেসুত ওজিল, রেমন্ড কোপা, গিওর্গি হ্যাজি, মদরিচরা এই জার্সি পরে খেলেছিলেন। নতুন মৌসুমে নতুন জার্সি পরে কতটা কাঁপাতে পারেন এমবাপ্পে, সেটাই এখন দেখার।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]