[ad_1]
রাজধানীর তাঁতীবাজার থেকে জয়দেব আর্থ ও বিশ্বনাথ আর্থ নামে দুই জুয়েলারি ব্যবসায়ীর পিছু নেয় একটি ডাকাত চক্র। তাঁদের বাসের পিছু নেয় ডাকাত চক্রের সদস্যরা। পথে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় বাসটি পৌঁছালে মাইক্রোবাসে র্যাব ছদ্মবেশে তাঁদের তুলে নেওয়ার চেষ্টা করে ডাকাতেরা। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে মাইক্রোবাসটিকে আটকে তাদের মারধর করে।
এদিকে ডাকাত দল ধরতে তাদের পিছু নিয়েছিল র্যাবের সদর দপ্তর ও মুন্সিগঞ্জের শ্রীপুর ক্যাম্পের দুটি দল। তারা ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও ডাকাতদের মতো ভুয়া র্যাব সন্দেহে মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রক্ষা পান আসল র্যাব সদস্যরা। আটক করা হয় ভুয়া র্যাব সদস্যদের পাঁচজনকে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র্যাব-১০-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ভুয়া র্যাব সদস্যরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের মোহাম্মদ সুমন (৪৯), চাঁদপুর সদরের মদনা গ্রামের মোহাম্মদ মিন্টু (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের সাইফুল শেষ (৩৪), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মোহাম্মদ জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মোহাম্মদ দিদার (৩৬)। তাঁদের প্রত্যেকের নামে ডাকাতি, দস্যুতা, চুরি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আমীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জনতার হাত থেকে র্যাব ও ভুয়া র্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। উত্তেজিত জনতা আসল র্যাবকেও ভুয়া মনে করে ঘটনাটি ঘটায়। তবে গুরুতর কোনো ঘটনা ঘটেনি। এই ডাকাতির ঘটনায় নগরকান্দা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে সংবাদ সম্মেলনকালে র্যাব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘সাতক্ষীরার দুজন জুয়েলারি ব্যবসায়ী জুয়েলারি ডাইস কেনার জন্য তাঁতীবাজারে এলে ডাকাত দল পিছু নেয়। তাঁরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসযোগে গেলে সেই বাসের পিছু নেয় ডাকাত দল। বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে র্যাবের দুটি দল ডাকাত দলের পিছু নেয়। ডাকাত দল নগরকান্দা দুই ব্যবসায়ীকে বাস থেকে টেনেহিঁচড়ে নিয়ে মাইক্রোবাসে তোলেন এবং চোখ বেঁধে ফেলে। তখন আমাদের সদস্যরা গিয়ে ডাকাতদের আটক করে। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে।’
র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এই চক্রের মধ্যে দুজন জেলখানায় বসেই আন্তজেলা ডাকাত চক্র গড়ে তোলে এবং ডাকাতির পরিকল্পনা করে। পরে তাদের সঙ্গে দেড় মাস আগে মাইক্রোবাসচালক সাইফুলও যোগ দেয়।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]