[ad_1]
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহীকে সভাপতি ও সংগীত বিভাগের ২০১১-১২ সেশনের সরদার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি যথাক্রমে মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাইম তুহিনা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদুল মিঠু এবং দপ্তর সম্পাদক নাফিউল জীবন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে রাবির সব আবাসিক হল কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী আজকের বলেন, ‘কেন্দ্র পরিশ্রমী নেতা–কর্মীদের মূল্যায়ন করেছে। এ জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ। ফ্যাসিস্ট আমলে যারা ছাত্রদলের হাল ধরে রেখেছিল, তাদেরই নেতৃত্বে আনা হয়েছে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]