[ad_1]
কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগে করা মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেখানে কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ও তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও পিবিআই রংপুরের পরিদর্শক রায়হানুল রাজ দুলাল কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। আইও রায়হানুল রাজ দুলাল এবং কোর্ট ইন্সপেক্টর নজরুল ইসলাম জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীন, সাবেক আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। দণ্ডবিধির ৯টি ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পরবর্তী ধার্য তারিখে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট উপস্থাপন করা হবে।
চার্জশিট দাখিলের খবরে বাদী ও ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বলেন, ‘দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর চার্জশিট জমা হলো। আসামিরা সবাই প্রভাবশালী। বিভাগীয় মামলায় তাঁদের সকলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলেও তাঁরা চাকরিতে বহাল ছিলেন। তাঁরা বিভিন্ন সময় মামলার তদন্তকাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। এরপরও চার্জশিট দাখিল করায় তদন্ত সংস্থা পিবিআইকে ধন্যবাদ। আশা করি আদালতে ন্যায়বিচার পাব।’
সাংবাদিক রিগানের পক্ষে রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘বিভাগীয় তদন্তে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে, যা তাঁদের প্রশাসনিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করে। এতদসত্ত্বেও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া শুধুমাত্র বিচারব্যবস্থার প্রশ্নবিদ্ধ নয়, বরং এটি প্রশাসনের অভ্যন্তরে প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ। আমি আইনজীবী হিসেবে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করি।’
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা চার্জশিট পেয়েছি। পরবর্তী ধার্য তারিখে আদালতে নথি উপস্থাপন করা হবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]