[ad_1]
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে থাকা রমনা এলাকায় ৩ কোটি ৬৫ লাখ টাকার ৩ হাজার ২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাতটি ব্যাংক হিসাব ও পাঁচটি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক খায়রুল হক এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মো. নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বদলি–বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগসংশ্লিষ্ট মো. নজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে স্থাবর–অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এ সম্পদ অর্জনের বিষয়ে তাঁদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট মো. নজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে স্থাবর-অস্থাবর সম্পদসমূহ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার প্রচেষ্টা চালাচ্ছেন। এ সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ সম্পদগুলো অবিলম্বে জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত বছরের ৭ অক্টোবর নজিবুর রহমানকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে বন্দী রয়েছেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]