[ad_1]
৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৬: ৪৩
সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ফাইল ছবি
সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন তিনি।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের মামলার এজাহার থেকে জানা যায়, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎস ছাড়াই ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নিজ নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকা থাকার তথ্য পাওয়া গেছে, যার প্রকৃত উৎস তিনি ব্যাখ্যা করতে ব্যর্থ হন।
দুদক বলছে, এসব টাকা তাঁর ঘোষিত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং এতে মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) অভিযোগ রয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশন তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় মামলা দায়ের করে।
অবৈধ সম্পদের অভিযোগের পাশাপাশি, আসাদুজ্জামান নূরকে একটি হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত একটি সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে ঢাকার বেইলি রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]