[ad_1]
গ্রেপ্তার এড়াতে নাম বদল করে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলার আসামি রুস্তম আলী কালা (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করে থানা-পুলিশ।
জানা যায়, গত রোববার রাতে কোটচাঁদপুরে এক কিশোরীর (১৪) ঘরে ঢুকে তাকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করেন রুস্তম। এ সময় প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যান রুস্তম। বিষয়টি নিয়ে সোমবার ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর রুস্তম ওই দিন রাতে কোটচাঁদপুরের একটি আবাসিক হোটেলে আকাশ নাম দিয়ে কক্ষ ভাড়া নিয়ে পালিয়ে ছিলেন।
গোপন সংবাদে ওই হোটেলে অভিযান চালান মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) অপু বিশ্বাস।
এসআই বলেন, ‘মামলা করার পর থেকে তাঁকে ধরতে বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়। তবে সব জায়গা থেকে পালিয়ে যান। এরপর জানতে পারি রাতে নাম বদল করে আকাশ নামে কোটচাঁদপুরের আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে কালা পালিয়ে রয়েছেন। এরপর ওই আবাসিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]