[ad_1]
ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে শ্রাবণ মাসের পবিত্র কাঁওয়ার যাত্রায় রওনা হওয়া পূণ্যার্থীরা ছিলেন। আজ মঙ্গলবার ভোরে মোহনপুর থানার জামুনিয়া মোড়ে গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অন্তত ১৮ জন কাঁওয়ারিয়া ভক্ত প্রাণ হারিয়েছেন এবং ১২ জনেরও বেশি মানুষ গুরুতর জখম হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পুণ্যার্থীদের নিয়ে বাসটি বাবার ধামে জল ঢালতে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মোহনপুর থানা ইনচার্জ প্রিয়রঞ্জন কুমার ও মোহনপুর বিডিওর নেতৃত্বে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের প্রথমে মোহনপুর সিএইচসি এবং সেখান থেকে দেওঘর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাংসদ নিশিকান্ত দুবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে শোকবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শ্রাবণ মাসে দেওঘরের কাঁওয়ার যাত্রার সময় দুর্ঘটনায় ১৮ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ তাঁদের পরিবারকে শক্তি দিন।’
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। জেলায় উচ্চ পর্যায়ের তদারকি চলছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]