[ad_1]
পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ীর মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।
গতকাল সোমবার রাতে উপজেলার কাশিনাথপুর বাজারে চাল পট্টির খান রাইস মিলের মালিক সামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা চাঁদা আদায় করতে গিয়ে তাঁরা ধরা পড়েন।
আটক যুবকেরা হলেন উপজেলা করমজা ইউনিয়নের পুন্ডিরিয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে সুজন (২২) ও বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)। তাঁদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় উপস্থিত জনতা চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]