[ad_1]
টেক জায়ান্ট অ্যাপল দীর্ঘদিন ধরেই তাদের জনপ্রিয় স্মার্টওয়াচে ক্যামেরা সংযুক্ত করার কথা ভাবছে। ২০১৯ সালেই এই বিষয়ে একটি পেটেন্ট আবেদন করে তারা। যদিও এখনো সেটি বাস্তবে রূপ নেয়নি। তবে এবার হয়তো প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ বাজারে আনতে চলেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
সম্প্রতি এক প্রতিবেদনে ডিজিটাইমস জানিয়েছে, মেটা তাদের স্মার্টওয়াচ প্রকল্প আবার চালু করেছে। ২০২১ সালে প্রথমবারের মতো মেটার ক্যামেরাযুক্ত স্মার্টঘড়ির ছবি সামনে আসে। তবে পরের বছর সেই প্রকল্প স্থগিত করা হয়। এবার সেই প্রকল্প আবার সচল হয়েছে এবং চলতি বছরের সেপ্টেম্বরেই হয়তো বাজারে আসছে বহুল আলোচিত ঘড়িটি।
আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মেটার বাৎসরিক ইভেন্ট ‘মেটা কানেক্ট’-এ স্মার্টওয়াচটি উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্তভাবে ইভেন্টেই ঘড়িটি প্রকাশ পাবে কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ডিজিটাইমস।
স্মার্টঘড়ির ক্ষেত্রে অ্যাপল, স্যামসাং বা গারমিনের ঘড়ি বেশ জনপ্রিয়। তবে মেটার স্মার্টওয়াচে ক্যামেরা যুক্ত হলে তা আলাদাভাবে নিজেকে তুলে ধরতে পারবে। একই সঙ্গে ক্যামেরা থাকায় ঘড়িটির মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগও থাকবে।
অন্যদিকে, অ্যাপলের পেটেন্ট অনুযায়ী, তারা ক্যামেরাটি ঘড়ির মূল অংশে নয়, বরং ওয়াচব্যান্ড বা ফিতার মধ্যে সংযুক্ত করার কথা ভেবেছে। এতে করে ফিতা থেকে একটি নমনীয় অংশ বের করে প্রয়োজন মতো কোণে ঘুরিয়ে ছবি তোলা যাবে। অ্যাপলের ধারণা অনুযায়ী, এতে ব্যবহারকারীরা স্মার্টফোন ছাড়াই ছবি বা ভিডিও তুলতে পারবেন।
অ্যাপল তাদের পেটেন্টে উল্লেখ করেছে, ‘একটি স্মার্টওয়াচ দিয়ে ছবি তোলার সুবিধা থাকলে অনেক ক্ষেত্রেই স্মার্টফোন বহনের প্রয়োজন হবে না। বিশেষ করে হাইকিং, দৌড়, সাঁতার, সার্ফিং, স্নোবোর্ডিং কিংবা অন্যান্য কঠিন পরিবেশে যেখানে ফোন নেওয়া কষ্টসাধ্য।’
তবে অ্যাপল নিয়মিতই নানা ধরনের পেটেন্ট করে থাকে, যার অনেকগুলোই শেষ পর্যন্ত বাজারে আসে না।
মেটার স্মার্টওয়াচ যদি সত্যিই ক্যামেরাসহ বাজারে আসে, তাহলে এটি হতে পারে অ্যাপলের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ অ্যাপল ইকোসিস্টেমে যারা অভ্যস্ত, তারা খুব সহজে অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টওয়াচ গ্রহণ করেন না। তবে অ্যাপল ওয়াচে নেই এমন কোনো নতুন ফিচার অন্য স্মার্টওয়াচে থাকলে তা ব্যবহারকারীদের আকর্ষণ করতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মেটার এই ঘড়ি বাজারে এলে, অ্যাপলের ওপর দ্রুত ক্যামেরাযুক্ত ওয়াচব্যান্ড তৈরির চাপ বাড়তে পারে।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]