[ad_1]
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলো আশা মনি (১১) ও সুমাইয়া (১১)। আশা মনি উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের আলম মিয়ার মেয়ে এবং সুমাইয়া একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
স্থানীয় বাসিন্দা রতন চন্দ্র রায় জানান, সোমবার বিকেলে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হলেও তাদের দেখা না মেলায় দুই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে খানিক দূরে খাসের দোলা নামের বিলে তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তারা দুজন বিলে শাপলা তুলতে গিয়েছিল বলে ধারণা করছে পরিবার ও স্থানীয় লোবজন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিলে শাপলা তুলতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিলের ওই স্থানের (ঘটনাস্থল) মাটি কাটার ফলে গভীরতা সৃষ্টি হয়েছিল। দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]