[ad_1]
এক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা। তবু ক্যারিয়ারের শুরুতে আলিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হতো স্বজনপ্রীতি প্রসঙ্গ। পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের মেয়ে বলেই নাকি আলিয়ার সিনেমায় এত সুযোগ। এবার আলিয়ার বাবা মহেশ ভাট এ বিষয়ে কথা বলেছেন এবং মেয়েকে স্বনির্ভর অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন তিনি।
দ্য হিমাংশু মেহতা শোতে মহেশ ভাট বলেন, ‘আমি আলিয়াকে সিনেমায় আনিনি। ওকে নিয়ে এসেছে করণ জোহর। অভিনয়ের প্রতি আলিয়ার এত আগ্রহ আছে জানতাম না। আমি ওর মধ্যে অভিনয়ের গুণ কখনো দেখিনি। ও নিজেই অডিশন দিয়েছিল এবং ওরা যখন ওকে পছন্দ করেছিল তখন আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। তবে আজ আমি খুব খুশি যে ও একাই এতকিছু অর্জন করতে সক্ষম হয়েছে।’
মহেশ ভাট আরও বলেন, ‘আলিয়া ঝুঁকি নিতে ভয় পায় না। মা হওয়ার পর তাঁর মধ্যে অন্য রকম একটা ম্যাচিউরিটি এসেছে।’ এখন মানুষ তাঁর সঙ্গে আলিয়ার বাবা হিসেবে দেখা করে এবং ছবি তোলে বলে জানান মহেশ ভাট।
সামনেই আলিয়া ভাটকে দেখা যাবে যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমায়। এতে আলিয়া অভিনয় করেছেন একজন গোয়েন্দার চরিত্রে। এটিই প্রথম বলিউড সিনেমা, যেখানে নারী স্পাইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া ‘ওয়ার ২’ সিনেমায় আলফা নিয়ে অতিথি চরিত্রে হাজির হবেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আলিয়া নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমা হলে।’
আলফা ছাড়া আলিয়ার হাতে আছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি। এতে আলিয়ার সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]