[ad_1]
দেশের ওয়াক্ফ এস্টেটগুলোর দীর্ঘস্থায়ী সংকট নিরসন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘ওয়াক্ফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ওয়াক্ফ এস্টেটগুলো ধর্মীয় ও সামাজিক আমানত, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় ধর্ম উপদেষ্টা ওয়াক্ফ-সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন মোতোয়ালি সমিতি বাংলাদেশের সভাপতি এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতোয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, ওয়াক্ফ এস্টেটগুলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করলেও নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।
মো. ইউছুফ হারুন ভূঁইয়া অবিলম্বে ওয়াক্ফ সম্পত্তিকে খাস খতিয়ান থেকে আলাদা করা, সারা দেশ থেকে ঢাকায় আগত মোতোয়ালিদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ওয়াক্ফ ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান।
সভায় প্রস্তাবনা উপস্থাপন করেন মোতোয়ালি সমিতি বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী। তিনি এস্টেটগুলোর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে ১৪ দফা দাবি পেশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ওয়াক্ফ প্রতিষ্ঠানের মোতোয়ালিরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এ ছাড়া উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]