[ad_1]
২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত হবে। বিদ্যমান একাডেমিক কাঠামোতে, অর্থাৎ বিগত বছরগুলোর মতো চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও তিন ইউনিটে অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় থাকছে দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ। একইসঙ্গে থাকছে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংও।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল মঙ্গলবার দেশের একাধিক বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় পাওয়া যাবে।
তিনটি ইউনিট হলো: কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিট। কলার ভর্তি পরীক্ষা ২২ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত, বিজ্ঞানের পরীক্ষা ২৩ আগস্ট (শনিবার) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ব্যবসায়ের পরীক্ষা একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
জানা যায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে।
আগামীকাল মঙ্গলবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ৩ আগস্ট দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী ভর্তিচ্ছুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া পূর্বের আবেদনের ওয়েবসাইটে আবেদনপত্র জমা দিতে পারবেন।
চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দেওয়া যাবে।
ভর্তি কমিটির একটি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া সাত কলেজের প্রায় ৩৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা রয়েছে। তাই নতুন করে আবার শুরু হওয়া আবেদন প্রক্রিয়া ঢাবির সিস্টেমেই শেষ করা হবে। এরপর প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির বাকি কার্যক্রম শেষ করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিম। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে—এটা আগেই নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক। ফলে, যেসব শিক্ষার্থী দ্বিতীয়বার হিসেবে অংশ নেবেন, তাদের ২ নম্বর পেনাল্টি করা হবে। ভর্তি পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে (৪টি ভুল উত্তরে ১ নম্বর) কাটা যাবে।
বিগত বছরে সাত কলেজে ২১ হাজার ৫১৩টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। জানতে চাইলে অধ্যাপক ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, চলতি শিক্ষাবর্ষে সাত কলেজের আসনসংখ্যা যৌক্তিকভাবে কমিয়ে আনা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে। নেগেটিভ মার্কিং, পেনাল্টি নম্বর ও আসনসংখ্যার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত আবেদনের ওয়েবসাইটে উল্লেখ থাকবে। এ ছাড়া ভর্তি প্রক্রিয়ার মধ্যে আমরা ফল প্রকাশ ও ক্লাস শুরুর বিষয়েও সিদ্ধান্ত জানিয়ে দেব।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]