[ad_1]
ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২১: ৪৭
এএফসি নারী এশিয়া কাপের ট্রফিকে ঘিরে ভারত, তাইওয়ান, চীন, উজবেকিস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়কেরা। ছবি: এএফপি
২০২৪-২৫ মৌসুম লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে ক্লাবটি।
কুয়েত, কাতার, মিশর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৫৮ বছর বয়সী ফারিয়াসের। ২০০৯ সালে এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়নস লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্স তাঁর অধীনে চ্যাম্পিয়ন হয়। ক্লাব বিশ্বকাপে সেবার তৃতীয় হয় তাঁর দল।
কোচ হিসেবে এই ব্রাজিলিয়ানের অভিজ্ঞতার ঝুলি বেশ ভারি। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ক্লাবের দায়িত্ব সামলেছেন। সামলেছেন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। ২০০১ সালে তাদের জিতিয়েছিলেন সাউথ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এশিয়ায় বেশ লম্বা সময় ধরেই কোচিং করিয়েছেন ফারিয়াস। সবশেষ ছিলেন কুয়েতি ক্লাব কাজমা এসসির ডাগআউটে।
গত মৌসুমে ভালেরিউ তিতার অধীনে ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জেতে বসুন্ধরা। কিন্তু লিগ জিততে পারেনি। আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের অভিযান নামবেন তপু-রাকিবরা। তার আগে ফুটবল যে ম্যানেজার গেম—সে জায়গা পোক্ত করল বসুন্ধরা।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]