[ad_1]
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাওয়া সেই নারীর খোঁজ এখনো মেলেনি। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে গিয়েছিলেন তিনি। আজ সোমবার বিকেল গড়িয়ে গেলেও তাঁকে খুঁজে পাননি উদ্ধারকর্মীরা।
নিখোঁজ ওই নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে বাস করতেন। তিনি একটি ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামে কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
জানা গেছে, গতকাল রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পরে যান ওই জ্যোতি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠান তাঁরা। টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে প্রচেষ্টা শুরু করেন। তবে মধ্যরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিস। পরে ফের উদ্ধার কার্যক্রম শুরু হয়।
জ্যোতির বড় ভাই আক্তারুজ্জামান শোভন বলেন, ‘আমার বোন (জ্যোতি) গতকাল থেকে নিখোঁজ। সে টঙ্গীতে বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলতে এসেছিল। আজ সকালে খোঁজ পেয়ে টঙ্গীতে এসেছি। আমরা জ্যোতির জুতা দেখে নিশ্চিত হয়েছি। ফায়ার সার্ভিসের কর্মীরা জ্যোতিকে উদ্ধারের চেষ্টা করছেন।’
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর মধ্যরাত পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধানে তল্লাশি চালায়। দিনভর ভারী বৃষ্টিপাত হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি হয়ে রয়েছে। দেশের সেরা পাঁচজন ডুবুরি দলের সদস্য উদ্ধারকাজে যোগ দিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন ১) জহিরুল ইসলাম বলেন, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলটি গাজীপুর সিটি করপোরেশনের নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের। তবে সড়ক ও জনপথের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি। আজ সকাল থেকে ওই নারীকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন সিটি করপোরেশনের অর্ধশতাধিক লোক।
সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (টঙ্গী সড়ক উপবিভাগ) আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]