[ad_1]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত যেভাবে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বাংলাদেশে পুশ-ইন করছে, সেই একই যুক্তিতে শেখ হাসিনাকেও তো করা উচিত— যেহেতু তিনিও বাঙালি মুসলমান। অথচ বাংলাদেশ থেকে যারা দুর্বৃত্ত হিসেবে পালিয়ে গেছে, তাদের কোনো পুশ-ইন করা হচ্ছে না।
আজ সোমবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়— আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতিও বাংলা। কিন্তু ভারতে যারা বাংলা ভাষাভাষী মুসলমান, তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনা তো একই বৈশিষ্ট্যের অধিকারী— বাংলাদেশের নাগরিক, বাঙালি মুসলমান। তাঁকে তো পুশ-ইন করছে না ভারত। আবার যারা দুর্বৃত্ত হয়ে ভারতে পালিয়েছে, তাদেরও ফেরত পাঠানো হচ্ছে না। কেন?’
তিনি বলেন, ‘ভারতের বহু নাগরিক, যাদের পূর্বপুরুষরাও সেখানে জন্মেছেন, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং ভারত যা চায়, সরকার তাই করছে।’
রিজভী আরও বলেন, ‘ভারত বাংলাদেশের ভেতরে তাদের পছন্দের সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক, তাতে কিছু যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে ক্ষমতায়। এটা করে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, যারা অন্য দেশের ওপর কর্তৃত্ব রাখতে চায়। শেখ হাসিনা সেই নীতি ও প্রভাবের প্রতিনিধিত্ব করেন বলেই ভারত তার ওপর নির্ভর করে। তাই আজ তাদের মন খারাপ।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]