[ad_1]
টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে নোয়াখালী পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মাইজদী আবহাওয়া অফিসে ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
চলতি মাসে বৃষ্টির কারণে বেশ কয়েকবার জেলার ৯টি উপজেলা ও পৌর এলাকাগুলো জলাবদ্ধ হয়েছে। ধীরগতিতে পানি নামার কারণে আগের জলাবদ্ধ এলাকাগুলো থেকে এখনো নামেনি। এরই মধ্যে আজকের একটানা ৩ ঘণ্টা ও পরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় প্রধান সড়কসহ বেশির ভাগ সড়ক ডুবে গেছে। অফিস-আদালত খোলা থাকায় বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন চাকরিজীবীসহ সাধারণ লোকজন।
নোয়াখালী জেলা জজ আদালতে কাজের জন্য আসা হালিম নামের একজন বলেন, ‘একটু বৃষ্টি হলেই কোর্টের সামনে পানি জমে যায়। সকালে যখন আসি, তখন কোর্টের পশ্চিম পাশে অল্প পানি ছিল। কিন্তু দুপুর থেকে টানা ভারী বৃষ্টিতে এখন প্রায় হাঁটুর কাছাকাছি পানি। ড্রেনের ময়লা বের হওয়ায় পানিগুলো কালো হয়ে গেছে। এমন অবস্থায় হেঁটে বের হলে চর্মরোগে আক্রান্ত হতে হবে। আবার না হেঁটে উপায়ও নেই। কারণ, পানি জমার পর রিকশা পাওয়া যায় না।’
টানা বর্ষণে নতুন করে জেলা শহর মাইজদীর স্টেডিয়াম এলাকা, ইসলামিয়া সড়ক, টাউন হল মোড় রোড, পৌর বাজার সড়ক, আদালত প্রাঙ্গণ, রেকর্ড রুম, প্লাট রোডসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের খাল ও জলাশয়গুলো ভরাট হওয়ায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আরও তিন-চার দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]