[ad_1]
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের নেতা রুবি বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বোরবার (২৭ জুলাই) রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানা–পুলিশের সাব–ইন্সপেক্টর (এসআই) আল আমিন।
রুবি বিশ্বাস উপজেলার ছিটকীবাড়ি গ্রামের সুজিত মণ্ডলের স্ত্রী এবং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।
এসআই আল আমিন জানান, ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামের স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই বলেন, ‘ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]