[ad_1]
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের ঠেলে পাঠানো ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ৬টি শিশু রয়েছে।
বিজিবি জানিয়েছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে ১০ জন রোহিঙ্গা নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালে বিজিবির টহলদল তাদের আটক করে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আনুমানিক ৫ বছর আগে কাজের উদ্দেশে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]