[ad_1]
মেয়াদোত্তীর্ণ যানবাহন, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ৯ দিনে সারা দেশে ২ হাজার ৩টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪৭ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা।
আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রতিবেদনে অভিযানের এই তথ্য জানিয়েছে। গত ২০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত এই অভিযান চালায় বিআরটিএ।
বিআরটিএর নিজের পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে। বিআরটিএর নিজস্বভাবে পরিচালিত মোবাইল কোর্টে ৯২৯টি মামলা হয় এবং ২৪ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর বাইরে ঢাকা বিভাগে ১৭৯টি মামলা ও ৩ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা, চট্টগ্রাম বিভাগে ১৬৮টি মামলা ও ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, রাজশাহী বিভাগে ১৪০টি মামলা ও ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা জরিমানা, খুলনা বিভাগে ২০৫টি মামলা ও ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা, বরিশাল বিভাগে ৬৮টি মামলা ও ১ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা, সিলেট বিভাগে ৬৯টি মামলা ও ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা, রংপুর বিভাগে ১৭১টি মামলা ও ৪ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ময়মনসিংহ বিভাগে ৭৪টি মামলা ও ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া এই অভিযানে মোট ৪৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। তবে কোনো চালক বা মালিককে কারাদণ্ড দেওয়া হয়নি।
মেয়াদোত্তীর্ণ যানবাহন, ফিটনেস ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান এই অভিযান আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ সংশ্লিষ্টরা।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]