[ad_1]
স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কাইয়ুম হোসেন (বাংলা ট্রিবিউন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফারদিন আলম (নাগরিক টিভি, কানাডা)।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্কলার্স ইন সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য ও সুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম, এবং নাগরিক টিভি কানাডার সিইও টিটো রহমান।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
১. মো. বখতিয়ার উদ্দীন সানি (জেসিএমএস টিভি)
২. আফরোজা আক্তার লামিয়া (যমুনা টেলিভিশন)
৩. ফাইজুল কবির জয় (মাই টিভি)
উল্লেখ্য, সুজা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত শিক্ষার্থীদের সংগঠন, যা তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]